মিসরের সিনাই উপত্যকার মসজিদে বোমা হামলা ও গোলাগুলির ঘটনায় এখনো দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী। জুমার নামাজের সময় ঐ হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০৫ জনে। এর মধ্যে ২৭ জন শিশু রয়েছে। এ ঘটনায় আহত হয়েছে শতাধিক।
এ হামলাকে আধুনিক মিসরের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ হামলা আখ্যা দেয়া হয়েছে। হতাহতের ঘটনায় দেশটিতে চলছে ৩ দিনের রাষ্ট্রীয় শোক। গতকাল জুমার নামাজের সময় আল-আরিশ শহরে মসজিদে হামলা চালায় সন্ত্রাসীরা। মুসল্লিদের লক্ষ্য করে শক্তিশালী বোমার বিস্ফোরণও ঘটায় তারা। ঘটনাস্থলেই প্রাণ যায় অনেকের। হামলার পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন দেশটির প্রেসিডেন্ট আবদুল ফাত্তাহ আল সিসি। ঘোষণা দেন জড়িতদের দ্রুত কঠোর শাস্তির আওতায় আনার। এরই মধ্যে জঙ্গিদের গাড়ি বহরে বিমান হামলার তথ্য দিয়েছে বেশ কয়েকটি গণমাধ্যম।
আর দেশটির সেনাবাহিনীর দাবি, তাদের বিমান হামলায় প্রাণ গেছে মসজিদ হত্যাকাণ্ডের সাথে জড়িতদের। সিনাইয়ে বর্বর হামলার নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পসহ বিশ্ব নেতারা।
যমুনা অনলাইন: টিএফ
Leave a reply