কংগ্রেসকে পাস কাটিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সৌদি আরবে অস্ত্র বিক্রির প্রস্তাবে ভেটো দিলো মার্কিন সিনেট। বৃহস্পতিবার সিনেটে ৫৩-৪৫ ভোটে বাতিল হয় ট্রাম্পের প্রস্তাব।
ভোটাভুটির সময় ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেন খোদ রিপাবলিকান আইনপ্রণেতারা।
মধ্যপ্রাচ্যে ইরানের হুমকি মোকাবেলায় সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত সহ কয়েকটি দেশে ৮শ’ কোটি ডলারের অস্ত্র-সরঞ্জামাদি বিক্রির পরিকল্পনা করেছিলেন ডোনাল্ড ট্রাম্প।
কংগ্রেসের অনুমোদন ছাড়াই বিশেষ ক্ষমতাবলে এ আইন বাস্তবায়ন করতে চেয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। তবে সিনেটরদের বাঁধার কারণে ভেস্তে গেল তার পরিকল্পনা। আইনপ্রণেতাদের দাবি, ইরানের হুমকি ঠেকাতে কোনো কাজে আসবে না ট্রাম্পের পরিকল্পনা।
Leave a reply