ইরাকের রাজধানী বাগদাদের একটি শিয়া মসজিদে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছে। শুক্রবারের এ হামলায় আহত হয়েছে আরও ২০ জন।
কর্তৃপক্ষ জানিয়েছে, রাজধানীর একটি জনবহুল এলাকার মসজিদে দুপুরের নামাজের সময় চালানো হয় হামলা। বিস্ফোরক বহনকারী বেল্ট পরেছিল হামলাকারী। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানায় চিকিৎসকরা। এখনও হামলার দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী।
তবে, ২০১৭ সালে আইএসের বিরুদ্ধে বিজয় ঘোষণার পরও প্রায়ই হামলার ঘটনা ঘটে বাগদাদে। তবে শিয়াদের মসজিদে হামলার ঘটনা বিরল সেখানে। গত মাসেও বাগদাদের একটি মার্কেটে হামলায় ৮ জন নিহত ও ১৫ জন আহত হয়।
Leave a reply