রাজধানীর শনির আখড়ায় দুর্বৃত্তের গুলিতে একই পরিবারের চারজনসহ মোট পাঁচজন আহত হয়েছে।
স্থানীয় যুবলীগের নতুন কমিটি দেয়াকে কেন্দ্র করে কোন্দলের জেরেই গোলাগুলি হয় বলে জানায় প্রত্যক্ষদর্শীরা।
যুবলীগের নতুন কমিটিতে আধিপত্য বিস্তারের চেষ্টা করে আসছিলেন স্থানীয় ব্যবসায়ী কামরুল ইসলাম হ্যাপি।
গত রাতে এ নিয়ে হাতাহাতি হয়; ভাঙচুর চালানো হয় শনির আখড়া যুবলীগ ক্লাবে। এক পর্যায়ে হ্যাপি তার বাবার লাইসেন্সকৃত বন্দুক নিয়ে গুলি চালায়।
এতে এক যুবলীগ কর্মী গুলিবিদ্ধ হয়। গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে পাশের দোতালায় থাকা একটি পরিবারের দুই শিশুসহ চারজন গুলিবিদ্ধ হন।
আহতদের ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর।
এ ব্যাপারে যাত্রাবাড়ী থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a reply