মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে একটি চিঠি পেয়েছন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। রোববার (২৩ জুন) এ তথ্য জানিয়েছে দেশটির রাষ্ট্রিয় সংবাদ সংস্থা কেসিএনএ।
তবে চিঠিতে কি লেখা আছে তা বিস্তারিত জানানো হয়নি।
এ বিষয়ে কিম জং উন বলছেন, দারুন কিছু বিষয় রয়েছে চিঠিতে। যা গুরুত্বের সাথে বিবেচনা করা হবে।
এর আগে চলতি মাসের শুরুতে উত্তর কোরিয়ার নেতার কাছ থেকে চিঠি পাওয়ার দাবি করেন ট্রাম্প।
কোরিয়া উপদ্বীপে পরমাণু নিরস্ত্রীকরণে এবং শান্তি আলোচনায় বারবার দুই নেতার মধ্যে বৈঠক হলেও তা ফলপ্রসু হয়নি। যুক্তরাষ্ট্রের চাওয়া পরমাণু নিরস্ত্রীকরণ আর পিয়ংইয়ং চায় তাদের ওপর থেকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে ওয়াশিংটন।
Leave a reply