বাঁচা মরার লড়াইয়ে আজ রাতে মাঠে নামছে আরেক ফেভারিট আর্জেন্টিনা। কোয়ার্টার ফাইনালের টিকেট পেতে এশিয়ান চ্যাম্পিয়ন কাতারের বিপক্ষে জয়ের বিকল্প নেই লিওনেল মেসির দলের। এমনকি ড্র করলেও গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হবে আলবিসেলেস্তাদের। ব্রাজিলের অ্যারেনা ডো গ্রেমিওতে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১ টায়।
আর্জেন্টাইনদের স্বপ্ন বাঁচিতে রাখতে কাতারের বিপক্ষে জয় ভিন্ন কোন বিকল্প নেই আর্জেন্টিনার। পূর্ন তিন পয়েন্ট না পেলেই ১৯৮৩ সালের পর আবারো গ্রুপ পর্ব থেকে বিদায় নেবার লজ্জায় পড়বে মেসির দল।
কাতারের বিপক্ষে লড়াইয়ে আগে পরিসংখ্যান অনুপ্রেরণা দিচ্ছে মেসিদের। এশিয়ান দলের বিপক্ষে সবশেষ ৬ দেখায় শতভাগ জয় আর্জেন্টিনার।
তবে প্রতিপক্ষ নামের বিচারে ছোট হলেও কাতার সদ্য বসেছে এশিয়ার শ্রেষ্ঠত্বের মসনদে। তাইতো প্রতিপক্ষকে সমীহ করতে হবে মনে করিয়ে দিচ্ছেন আর্জেন্টিনা মিডফিল্ডার জিওবান্নি লো সেলসো।
অপরদিকে জয় পেলে কোয়াটার ফাইনালে পৌছাবে কাতার। আর্জেন্টিনার সমান ১ পয়েন্ট হলেও গোল ব্যাবধানে এগিয়ে এশিয়ান চ্যাম্পিয়নরা।
Leave a reply