মানসিকভাবে অসুস্থ ট্রাম্প প্রশাসন: রুহানি

|

মার্কিন নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় হোয়াইট হাউজকে ‘মানসিকভাবে অসুস্থ’ আখ্যা দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। জবাবে তেহরানকে ‘মূর্খ ও বর্বর’ বলে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

হরমুজ প্রণালীতে মার্কিন ড্রোন ভূপাতিত করা নিয়ে এক সপ্তাহ ধরে মুখোমুখি অবস্থানে ওয়াশিংটন-তেহরান।

আগ্রাসী আচরণের জবাবে প্রথমে সামরিক অভিযানের হুমকি দিলেও পরে অর্থনৈতিক নিষেধাজ্ঞা কঠোর করে মার্কিন প্রশাসন। ইরানের সর্বোচ্চ নেতা আয়োতুল্লাহ আলি খামেনি এবং দেশটির শীর্ষস্থানীয় আট সামরিক কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

এর মাধ্যমে দু’দেশের মধ্যে কূটনৈতিক প্রচেষ্টার সব পথ বন্ধ করে দিল যুক্তরাষ্ট্র, বলেছেন খামেনি।

প্রতিক্রিয়ায় মার্কিন প্রেসিডেন্ট বলেন, শুধু শক্তি আর ক্ষমতার ভাষা বোঝে ইরান। তাই মার্কিনিদের ওপর যেকোনো ধরনের আগ্রাসন রুখতে ইরানের বিরুদ্ধে প্রয়োজনে অপ্রতিরোধ্য শক্তি প্রয়োগেরও হুঁশিয়ারি দেন তিনি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply