রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ফরিদুল ইসলামকে অপসারণ করা হয়েছে। সেই সঙ্গে বিশ্ববিদ্যালয়ে সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করে জরুরি আদেশ জারি করেছে কর্তৃপক্ষ।
সকালে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের কর্মকর্তা আরিফুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের দায়িত্ব দেয়া হয়েছে পরিবেশ ও বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আতিউর রহমানকে। এদিকে কোন কারণ ছাড়াই একজন প্রক্টরকে এভাবে সরিয়ে দেয়ার তীব্র নিন্দা জানিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
বকেয়া বেতন-ভাতা প্রদানসহ তিন দফা দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করছে কর্মচারিরা। মঙ্গলবারে বিক্ষোভের সময় তাদের ওপর হামলার ঘটনা ঘটে। এতে আহত হন অন্তত আটজন কর্মচারি। এ ঘটনার পর উপাচার্যের বাসভবনে কর্মচারী সমন্বয় পরিষদের বৈঠক কোন সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়। এরপরই প্রক্টরকে সরিয়ে দেয়ার পাশাপাশি ক্যাম্পাসে সভা সমাবেশ নিষিদ্ধ করতে উপাচার্য নাজমুল আহসান কলিম উল্লাহ নির্দেশ দেন বলে অভিযোগ করেছেন আন্দোলনকারীরা।
Leave a reply