প্রথমবারের মতো এবার নারী ফুটবল দল গঠন করতে যাচ্ছে স্প্যানিশ ফুটবল ক্লাব রিয়াল মাদ্রিদ।
মঙ্গলবার এক বার্তায় তারা এ ঘোষণা দেয়।
ক্লাবটি জানায়, ইতিমধ্যেই ক্লাবটি ‘দেপোরটিভো টাকোন’ নামে মাদ্রিদের একটি মহিলা ফুটবল ক্লাব কেনার ব্যাপারে চুক্তিতে পৌছেছে। একইসাথে এই দল নিয়ে ক্লাবটি আগামী আইবেদ্রোলা লীগে অংশ নেয়ার ব্যাপারেও ভাবছে।
স্প্যানিশ সংবাদ মাধ্যমগুলো জানায় ইতোমধ্যেই রিয়াল এই ক্লাবটি কেনার জন্য ৪ লক্ষ ইউরো পরিশোধ করেছে।
তবে ২০২০ সালের ১লা জুলাইয়ে রিয়াল মাদ্রিদের সাথে যুক্ত হবার আগ পর্যন্ত দেপোরটিভো টাকোন তার নিজ নামেই খেলা চালিয়ে যাবে।
উল্লেখ্য, এতদিন কোন নারী ফুটবল দল না থাকার কারণে রিয়াল মাদ্রিদকে ব্যাপক সমালোচনার সম্মুখিন হতে হয়েছে।
এর আগে থেকেই বার্সেলোনা ও এ্যাথলেটিকো মাদ্রিদের নারী ফুটবল দল নিয়মিত খেলছে এবং এ্যাথলেটিকোর নারী দলটি দুটি আইবেদ্রোলা লীগও জিতেছে।
Leave a reply