মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে পদ্মা সেতুর ১৪তম স্প্যান আজ বসানো হচ্ছে না । বৈরি আবহাওয়ার কারণে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
মাওয়া প্রান্তের ১৫ ও ১৬ নম্বর পিলারের স্প্যানটি ১৫০ মিটার দৈর্ঘ্যের। তিন হাজার ১৪০ টন ওজনের স্প্যানটি সকালে মুন্সিগঞ্জের মাওয়া কন্সট্রাকশন ইয়ার্ড থেকে বহন করে নিয়ে যায় ভাসমান ক্রেন ‘তিয়ান ই’।
স্প্যানটি বসানো হলে এ প্রান্তে পদ্মা সেতুর ২১০০ মিটার দৃশ্যমান হবে। ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ এ বহুমুখী সেতুর মূল আকৃতি হবে দোতলা। কংক্রিট ও স্টিল দিয়ে নির্মিত হচ্ছে এ সেতুর কাঠামো। ২০১৪ সালের ডিসেম্বরে সেতুর নির্মাণ কাজ শুরু হয়।
Leave a reply