প্রকাশ্যে কোপানোর সময় কেউ এগিয়ে না আসা উদ্বেগজনক: মানবাধিকার কমিশনের চেয়ারম্যান

|

রিফাত হত্যা নির্মম, ন্যাক্কারজনক ও জঘন্য বলে মন্তব্য করেছেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক। প্রকাশ্যে এমন ঘটনা ঘটলেও কেউ এগিয়ে না আসা উদ্বেগজনক। আজ সকালে এ কথা বলেন তিনি।

এর আগে স্ত্রীর সামনে স্বামীকে কুপিয়ে হত্যার ঘটনায় চন্দন নামে এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। চন্দন মামলার ৪ নম্বর আসামি। সকালে নিহতের বাবা সদর থানায় নয়নকে প্রধান আসামি করে ১২ জনের বিরুদ্ধে মামলা করেন।

এদিকে সব আসামিকে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী এমনটাই জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

প্রসঙ্গত গতকাল বরগুনা সরকারি কলেজের সামনে প্রকাশ্য দিবালোকে শত শত মানুষের উপস্থিতিতে রিফাত শরীফকে (২৫) কুপিয়ে হত্যা করা হয়।

বুধবার সকাল ১০টার দিকে নয়নের নেতৃত্বে ৪-৫ জন সন্ত্রাসী রিফাতকে দা দিয়ে কুপিয়ে রক্তাক্ত অবস্থায় রাস্তায় ফেলে যায়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply