নাটোর প্রতিনিধি
নাটোরের একটি ছাত্রী নিবাসে কেরোসিন স্টোভ বিস্ফোরনে ফাতেমাতুজ্জোহরা, সানজিদা ইয়াসমিন ও শামিমা ইয়াসমিন নামের তিন কলেজ ছাত্রী অগ্নিদগ্ধ হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে শহরের বড়গাছা এলাকার জ্যোতি ছাত্রী নিবাসে রান্না করার সময় এই দুর্ঘটনা ঘটে।
পরে তাদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে আনা হলে গুরুতর আহত সানজিদা ইয়াসমিন ও শামিমা ইয়াসমিনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। ফাতেমাতুজ্জোহরা নাটোর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মনিরুল ইসলাম ও স্থানীয়রা জানান, আজ বৃহস্পতিবার সকালে কেরোসিন স্টোভ জ্বেলে রান্না করতে গেলে কেরোসিন ষ্টোভ বিস্ফোরণ হয়। এতে সানজিদা ইয়াসমিন ও শামিমা ইয়াসমিন ও ফাতেমাতুজ্জোহরা অগ্নিদগ্ধ হয়।
অগ্নিদগ্ধরা সবাই নাটোরের নবাব সিরাজ -উদ-দৌলা সরকারী কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী।
Leave a reply