সুদানে চলমান আন্দোলন দমনে বিরোধীদের ওপর ব্যাপক ধরপাকড় চালাচ্ছে সামরিক পরিষদ। শনিবার (২৯ জুন) এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেছে আন্দোলনে নেতৃত্বদানকারী সংগঠন, সুদানিজ প্রফেশনালস অ্যাসোসিয়েশন-এসপিএ।
সামরিক পরিষদের আগ্রাসী ভূমিকার নিন্দা জানিয়ে এসপিএ নেতারা আজ গণবিক্ষোভের ডাক দিয়েছেন।
তারা বলেন, দমন পীড়নে আন্দোলন দমানো যাবে না।
সংবাদ সম্মেলন শেষ হওয়ার আগেই হানা দিয়ে তা ভেস্তে দেয় নিরাপত্তা বাহিনী। বিক্ষোভ কর্মসূচিতে কোনো সহিংসতা হলে দায় বিরোধীদের নিতে হবে বলে হুঁশিয়ারিও দিয়েছে সুদানের সামরিক পরিষদ।
তীব্র গণআন্দোলনের মুখে গত এপ্রিলে সাবেক প্রেসিডেন্ট ওমর আল বশিরের পদত্যাগের পর ক্ষমতা নেয় সেনাবাহিনী। তবে গণতান্ত্রিক সরকারের দাবিতে অব্যাহত রয়েছে বিক্ষোভ।
চলমান আন্দোলনে নিরাপত্তা বাহিনীর গুলিতে ৩ জন প্রাণ হারান, আহত শতাধিক বিক্ষোভকারী।
Leave a reply