স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, বরগুনায় কুপিয়ে খুনের ঘটনায় ১৩ জন আসামির মধ্যে ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। প্রধান আসামিসহ বাকীদেরও গ্রেফতার অভিযান চলছে।
আজ রোববার বিকালে সচিবালয়ে তিনি সাংবাদিকদের এসব তথ্য জানান।
মন্ত্রী বলেন, রাজনৈতিক পরিচয়ের কারণে কোনো আসামি ছাড় পাবে না। অভিযুক্তদের একজন পুলিশের কনস্টেবল পদে চাকরি পাচ্ছেন- এমন খবরের বিষয়ে মন্ত্রী জানান, দোষী প্রমাণিত হলে আইন অনুযায়ী চাকরি পাবে না।
গত ২৬ জুন বরগুনা সরকারি কলেজের কাছে স্ত্রীর সামনে স্বামী রিফাত শরীফকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়। হত্যার ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। হত্যার মূল আসামি নয়ন বন্ডসহ অন্যদের গ্রেফতার অভিযান চলছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, প্রধান অভিযুক্ত নয়ন বন্ড মাদক মামলার আসামি হওয়ার পরও পুলিশের প্রশ্রয় পেয়ে থাকলে দায়ীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।
Leave a reply