বিশ্বকাপে জনি বেয়ারস্টোর প্রথম সেঞ্চুরি

|

বিশ্বকাপ ক্রিকেটে প্রথম সেঞ্চুরি করেছেন জনি বেয়ারস্টো। ইংল্যান্ডের এ তারকা ক্রিকেটার ভারতীয় পেসার হার্দিক পান্ডিয়ার বলে সিঙ্গেল রান নেয়ার মধ্য দিয়ে ৯০ বলে শতরানের মাইলফলক স্পর্শ করেন।

রোববার ইংল্যান্ডের বার্মিংহামের এজবাস্টনে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সূচনা করে ইংল্যান্ড। ইনিংসের শুরু থেকেই দায়িত্বশীল ব্যাটিং করে যান ইংলিশ দুই ওপেনার জনি বেয়ারস্টো ও জেসন রয়।

উদ্বোধনীতে জেসন রয়ের সঙ্গে ২২.১ ওভারে ১৬০ রানের জুটি গড়েন জনি বেয়ারস্টো। এই জুটিতে দুজনই জোড়া ফিফটি তুলে নেন। কুলদীপ যাদবের বলে রবিন্দ্র জাদেজার দুর্দান্ত ক্যাচে পরিণত হয়ে সাজঘরে ফেরেন জেসন রয়। তার আগে ৫৭ বলে সাতটি চার ও ২টি ছক্কায় ৬৬ রান করেন ইংলিশ এ ওপেনার।

জেসন রয় ফিরে গেলেও ব্যাটিং তাণ্ডব চালিয়ে যান জনি বেয়ারস্টো। ২৬তম ওভারে হার্দিক পান্ডিয়ার বলে সিঙ্গেল রান নেয়ার মধ্য দিয়ে শতরানের ম্যাজিকফিগার স্পর্শ করেন বেয়ারস্টো। ওয়ানডে ক্রিকেটে ৭১তম ম্যাচে ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি করেন তিনি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply