বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে আরও একটি সেঞ্চুরি করেছেন রোহিত শর্মা। ভারতীয় এ ওপেনার রোববার ইংল্যান্ডের বিপক্ষে লিয়ান প্ল্যাঙ্কেটের বলে ডাবল রান নেয়ার মধ্য দিয় ১০৬ বলে শতরানের ম্যাজিক ফিগার স্পর্শ করেন। তবে ১০৯ বল খেলে ১০২ তোলার পর ইয়োকসের বলে সাজঘরে ফেরেন তিনি। ৩৬ ওভার শেষে যখন ভারতের ১০ গড়ে রান প্রয়োজন, তখন রোহিতের আউট দলকে শঙ্কায় ফেলেছে।
বিশ্বকাপ ক্রিকেটে এটা তার চতুর্থ সেঞ্চুরি। তবে চলতি বিশ্বাপে তৃতীয় শতক। এবারের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১২২ রান করেন রোহিত। এরপর চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে খেলেন ১৪০ রানের ঝকঝকে ইনিংস। আজ রোবার আরও একটি সেঞ্চুরি করেন।
এর আগে গত বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেরিয়ার মেলবোর্নে ১৩৭ রানের ইনিংস খেলেন ভারতীয় এ ওপেনার। তবে ওয়ানডে ক্রিকেট ক্যারিয়ারের ২১২তম ম্যাচে ২৪তম সেঞ্চুরি করেছেন রোহিত।
চলতি বিশ্বকাপে ২১তম সেঞ্চুরি করেছেন রোহিত শর্মা। তার আগে অবশ্য ভারতের হয়ে এবারের বিশ্বকাপে সেঞ্চুরি করেছেন শিখর ধাওয়ান। তিনি অস্ট্রেলিয়ার বিপক্ষে ১১৭ রান করেছিলেন।
Leave a reply