‘গুণগত শিক্ষা, প্রতিবন্ধকতা ও উত্তরণ’ শীর্ষক প্রতিপাদ্য নিয়ে পালিত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৯৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী।
সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালযের পতাকা উত্তোলণের মাধ্যমে দিবসের উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মো. আখতারুজ্জামান। পরে পায়রা উড়ানো ও কেক কাটা হয়।ৱ
প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রায় অংশ নেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ-বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের শতবর্ষপূর্তি ও মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তীকে সামনে রেখে ‘গুণগত শিক্ষা, প্রতিবন্ধকতা ও উত্তরণ” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এমিরিটাস অধ্যাপক ড. সিরাজুল ইসলাম চৌধুরী।
আলোচনা সভা, চিত্রাঙ্কন, বিতর্ক, সাঁতার প্রতিযোগিতা ও টিএসসিতে সাইকেল শোভাযাত্রাসহ দিনব্যাপী রয়েছে নানা আয়োজন।
Leave a reply