সাতক্ষীরা প্রতিনিধি
সপ্তম শ্রেণির মাদ্রসা ছাত্র দরিদ্র ভ্যান চালক শাহীনের ওপর বর্বর হামলার প্রতিবাদে এবং হামলাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির আয়োজনে সোমবার সকাল ১০ টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে উক্ত মানববন্ধন কর্মসুচি পালিত হয়।
নাগরিক কমিটির আহবায়ক আনিসুর রহিমের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি নাগরিক কমিটির সদস্য সচিব এড. আবুল কালাম আজাদ, বাসদ নেতা এড. আজাদ হোসেন বেলাল, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এম. কামরুজ্জামান, নাগরিক কমিটির সদস্য এড. এ.বি.এম সেলিম, এড. আল মাহমুদ পলাশ, ভুমিহীন নেতা আলী নুর খান বাবুল, উন্নয়ন কর্মী ফরিদা আক্তার বিউটি, মাধব চন্দ্র দত্ত প্রমুখ।
শাহীনের উপর হামালার তিনদিন পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত কোন আসামি গ্রেপ্তার না হওয়ায় বক্তারা পুলিশের ভুমিকা নিয়ে প্রশ্ন তোলেন। বক্তারা এ সময় শাহীনের উপর এই বর্বর হামলার প্রতিবাদ এবং হামলাকারীদের গ্রেপ্তার ও বিচারের জোর দাবি জানান।
Leave a reply