ইংল্যান্ডের বিপক্ষে হেরে সমালোচিত হচ্ছে ভারত। এ অবস্থায় বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে মঙ্গলবার বাংলাদেশের মুখোমুখি হচ্ছে তারা। এ ম্যাচ জিতলে সেমিফাইনালের টিকিটি নিশ্চিত হবে টিম ইন্ডিয়ার। সেই লক্ষ্যে একাদশে ২টি পরিবর্তন আনতে পারে টিম ইন্ডিয়া।
ইংল্যান্ডের বিপক্ষে শেষদিকে প্রত্যাশানুযায়ী ব্যাটিং করতে পারেননি কেদার যাদব। স্বাভাবিকভাবেই টাইগারদের বিরুদ্ধে ভারত একাদশে তার জায়গা পাওয়া নিয়ে সংশয় দেখা দিয়েছে। ভারতীয় শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম ডেকান ক্রনিকল জানিয়েছেন, বাংলাদেশের সঙ্গে নাও খেলতে পারেন কেদার যাদব।
একইসঙ্গে সাইড বেঞ্চে বসিয়ে রাখা হতে পারে লেগস্পিনার যুজবেন্দ্র চাহালকে। ইংলিশদের বিপক্ষে বল হাতে চরম ব্যর্থ ছিলেন তিনি। ১০ ওভারে দেন ৮৮ রান। এখন এ রিস্ট স্পিনারই বিশ্বকাপ ইতিহাসের ভারতের সবচেয়ে খরুচে বোলার।
কেদার-চাহালকে বিশ্রাম দিলে ভারতীয় দলে ঢুকবেন কারা? ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যম জানাচ্ছে, কেদারের বদলে অন্তর্ভুক্ত হতে পারেন রবীন্দ্র জাদেজা। আর চাহালের স্থলাভিষিক্ত হতে পারেন চোটে পড়ে বিশ্বকাপের শুরুতে ছিটকে পড়া ভুবনেশ্বর কুমার।
এক্ষেত্রে বাংলাদেশের বিপক্ষে ভারতীয় একাদশ হতে পারে এরকম-রোহিত শর্মা, লোকেশ রাহুল, বিরাট কোহলি (অধিনায়ক), রিশভ প্যান্ট, মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), কেদার যাদব/রবীন্দ্র জাদেজা, হার্দিক পান্ডিয়া, কুলদীপ যাদব, মোহাম্মদ শামি, যুজবেন্দ্র চাহাল/ ভুবনেশ্বর কুমার ও জাসপ্রিত বুমরাহ।
Leave a reply