লিবিয়ায় তুরস্কের ড্রোন ভূপাতিত

|

লিবিয়ার রাজধানী ত্রিপোলির কাছে তুরস্কের একটি ড্রোন ভূপাতিত করেছে দেশটির বিদ্রোহী নেতা জেনারেল খলিফা হাফতারের অনুগত বাহিনী। পাশাপাশি তুরস্কের দুজন নাগরিককে আটক করা হয়েছে। রোববার রাতে ত্রিপোলির মুয়াইতায়কিয়া বিমানবন্দরে এ ঘটনা ঘটে।

সৌদি আরবের প্রভাবশালী সংবাদ মাধ্যম আল আরাবিয়ার খবরে বলা হয়, ত্রিপোলির মুয়াইতায়কিয়া বিমানবন্দরের রানওয়েতে জেনারেল হাফতারের অনুগত সেনারা ড্রোনটি ভূপাতিত করে। এ কারণে ত্রিপোলি বিমানবন্দরে বেসামরিক বিমান ছাড়া কোনো বিমান ওঠানামা করতে পারেনি।

তুরস্কের যে দুই নাগরিককে আটক করা হয়েছে তাদের বিরুদ্ধে লিবিয়ার গেরিলাদের সাহায্য করার অভিযোগ আনা হয়েছে।

এদিকে লিবিয়ায় তুরস্কের ছয় নাগরিক আটক রয়েছে বলে তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।

রোববার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, লিবিয়ার হাফতার বাহিনী তুরস্কের ছয় নাগরিককে আটকে রেখেছে। তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে অবিলম্বে এ নাগরিকদের মুক্তির দাবি জানানো হয়েছে।

এদিকে তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকার রোববার আনাদলুকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, লিবিয়ার এমন আচরণ অব্যাহত থাকলে হাফতারের লোকজন তুরস্কের বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply