ডাকে সাড়া দিচ্ছেন, চোখ মেলছেন এরশাদ

|

ঢাকার সম্মিলিত সামরিক (সিএমএইচ) হাসপাতালে চিকিৎসাধীন জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের শারীরিক অবস্থা অপরিবর্তিত আছে বলে জানিয়েছেন তার ভাই পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের।

মঙ্গলবার দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী অফিসে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

জিএম কাদের বলেন, পল্লীবন্ধুর শারীরিক অবস্থা অপরিবর্তিত আছে। স্বজন ও চিকিৎসকদের ডাকে সাড়া দিচ্ছেন এবং চোখও মেলছেন।

তিনি বলেন, গতকালের মতো আজও এরশাদের শারীরিক অবস্থার কোনো পরিবর্তন হয়নি। চিকিৎসকরা এটাকে ইতিবাচক মনে করছেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এরশাদকে লাইফসাপোর্ট দেয়া হয়নি। ফুসফুসে ইনফেকশনের কারণে তার শ্বাসকষ্ট হচ্ছিল। তাই চিকিৎসকরা তাকে অক্সিজেন সাপোর্ট দিয়েছেন।

‘প্রতি দুই ঘণ্টা পর পর আন্ডার প্রেসার অক্সিজেন দেয়া হচ্ছে এবং পরবর্তী দুই ঘণ্টা স্বাভাবিকভাবে শ্বাস-প্রশ্বাস নিতে পারছেন এরশাদ।’

জাতীয় পার্টির ব্রিফিং ও আইএসপিআরের তথ্য ছাড়া কোনো তথ্যে বিভ্রান্ত না হতে গণমাধ্যম ও দেশবাসীর প্রতি আহ্বান জানান জিএম কাদের।

গণমাধ্যমের উদ্দেশে তিনি বলেন, আমরা প্রতিদিনই এরশাদের শারীরিক অবস্থা গণমাধ্যমকে অবহিত করছি। কখনও ব্রিফিং না করলে বুঝতে হবে তার শারীরিক অবস্থা ভালো আছে।

সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গাও উপস্থিত ছিলেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply