গাজীপুর:
গাজীপুরের শ্রীপুর উপজেলার নয়নপুরের ফরিদপুর এলাকায় মঙ্গলবার দুপুরে অটোস্পিনিং মিলের তুলার গুদামে এক অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এঘটনায় রাসেল নামের কারখানার নিরাপত্তাকর্মীর নিহত হয়। নিহত নিরাপত্তাকর্মীর লাশ উদ্ধার করে পুলিশ। শ্রীপুর ও ভালুকা ফায়ার স্টেশনের ৬টি ইউনিটের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
শ্রীপুর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার রাম প্রসাদ পাল বলেন, দুপুর আড়াইটার দিকে অটোস্পিনিং মিলের তুলার গুদামে অগ্নিকান্ডের খবর পান। পরে শ্রীপুর ফায়ার স্টেশন থেকে তিনটি এবং ভালুকা ফায়ার স্টেশনের তিনটি ইউনিটের কর্মীরা গিয়ে আগুন নেভানোর কাজে যোগ দেন। বিকেল পৌনে চারটা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। আগুনে গুদামে থাকা তুলা ও অন্যান্য মালামাল পুড়ে গেছে। আগুণের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমান তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তিনি আরো জানান, পানি সংকট ও কারখানার অভ্যন্তরীণ রাস্তা সংকীর্ণ হওয়াতে আগুন নেভাতে কিছুটা বেগ পেতে হচ্ছে।
Leave a reply