ভারতে কংগ্রেসের সভাপতি পদে আর থাকছেন না রাহুল গান্ধি। বুধবার দেশটির সংবাদ সংস্থা এনআইকে দেয়া এক সাক্ষাৎকারে আবারও এ কথা জানিয়েছেন তিনি।
তিনি বলেন, যত দ্রুত সম্ভব নতুন সভাপতি নির্বাচনের জন্য দলকে সাফ জানিয়ে দেয়া হয়েছে। পার্টির পরবর্তী সভাপতি কে হবেন সে বিষয়ে কংগ্রেসের কার্যকারী কমিটিকে বৈঠকে বসার আহ্বান জানান রাহুল। এছাড়া সভাপতির নাম প্রস্তাবেও থাকতে চান না দেশটির প্রধান বিরোধী দলের এ নেতা।
১৭তম লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পর ২৫ মে সভাপতির পদ থেকে দলের কাছে পদত্যাগ পত্র জমাদেন রাহুল। যদিও দলীয় নেতাকর্মীরা তার এমন সিদ্ধান্তের বিরোধীতা করে সভাপতি পদে বহাল থাকার আহ্বান জানান।
Leave a reply