স্বল্প-পরিচিত রাজনৈতিক দল ‘তেহরিক-ই-লাব্বায়েক-ইয়া-রসুল-আল্লাহ’র সাথে পাকিস্তান সরকারের আপোষে পদত্যাগ করলেন ক্ষমতাসীন দলের ১৪ আইনপ্রণেতা। তারা সবাই পাঞ্জাব প্রদেশের প্রাদেশিক ও কেন্দ্রীয় মন্ত্রী।
মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেন, পাকিস্তান মুসলিম লিগ নওয়াজ- পিএমএলএন’র শীর্ষ নেতা শেখ মুহাম্মাদ আকরাম। তারা পাঞ্জাবের ধর্মীয় নেতা পীর হামিদ উদ্দীন সিয়ালভি’র কাছে পদত্যাগপত্র জমা দিয়ে তাদের সব দায়ভার তুলে দিয়েছেন।
আকরাম বলেন, ধর্ম অবমাননা ইস্যুতে কোনো বিতর্কিত সিদ্ধান্ত গ্রহণ করবেন না সরকার। এ ব্যাপারে সিয়ালভির নির্দেশনাকে গুরুত্ব দেয়া হবে বলেও তার দাবি। দেশটিতে পার্লামেন্টে তোলা একটি বিলের সংস্কার আনার জেরে ২২ দিন ধরে অবস্থান ধর্মঘট করে ‘তেহরিক ই লাব্বায়েক’। সেই ধারাবাহিকতায় সোমবার পদত্যাগ করেন দেশটির আইনমন্ত্রী।
যমুনা অনলাইন: টিএফ
Leave a reply