ফখর জামানের উইকেট শিকার করে বাংলাদেশকে ব্রেক থ্রু এনে দিলেন মোহাম্মদ সাইফউদ্দিন। রেকর্ড রান সংগ্রহের টার্গেটে ব্যাটিংয়ে নেমে অফ স্ট্যাম্পের বাইরের বলে খোঁচা দিতে গিয়ে মেহেদী হাসান মিরাজের হাতে ক্যাচ তুলে দেন ফখর জামান। ফখরের বিদায়ে ৭.২ ওভারে ২৩ রানে ভাঙে পাকিস্তানের উদ্বোধনী জুটি।
বিশ্বকাপের খাতা-কলমের তথাকথিত নিয়মরক্ষার ম্যাচে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান। যাতে টসভাগ্যকে পাশে পেয়েছেন পাক অধিনায়ক সরফরাজ আহমেদ। এ ‘যুদ্ধে’ টাইগার কাপ্তান মাশরাফী বিন মোর্ত্তজাকে হারিয়েছেন তিনি। সিদ্ধান্ত নিতেও ভুল করেননি সরফরাজ। টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নিয়েছেন তিনি।
এতে এখন পর্যন্ত পাকিস্তানের সেমিফাইনালে খেলার আশা জিইয়ে থাকল। কারণ, হারলে আর ব্যাংলাদেশ আগে ব্যাটিং নিলে সেখানেই সমাধি রচিত হতো তাদের সেই স্বপ্নের। এ ম্যাচে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছে পাক ব্রিগেড। আফগানিস্তানের বিপক্ষে পাওয়া জয়ী একাদশের সবাই আছেন।
তবে বাংলাদেশ একাদশে ঘটেছে দুই রদবদল। অফস্পিনিং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ ফিরেছেন মূল দলে। তাকে জায়গা ছেড়ে দিতে বাইরে যেতে হয়েছে পেসার রুবেল হোসেনকে। ছিটকে গেছেন সাব্বির রহমান। তার স্থলাভিষিক্ত হয়েছেন চোট কাটিয়ে ওঠা মাহমুদউল্লাহ রিয়াদ।
শেষ ম্যাচে বিজয় নিয়ে হাসিমুখে দেশে ফিরতে চান টাইগাররা। ফলে বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা দেখছেন ক্রিকেটবোদ্ধারা।
Leave a reply