আফগান সেরা ওপেনার মোহাম্মদ শেহজাদের ইনজুরিতে ভাগ্য খুলে যায় ইকরাম আলিখিলের। বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে আফগান দলে সুযোগ পেয়ে কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকারের রেকর্ড ভেঙে দিয়েছেন তরুণ ক্রিকেটার ইকরাম।
বিশ্বকাপে কনিষ্ঠতম ক্রিকেটার হিসেবে ৮০ বা তার বেশি রানের ইনিংস খেলে সেঞ্চুরির সেঞ্চুরি করা শচীনের রেকর্ড ভেঙে দিলেন ইকরাম। এ আফগান তরুণ মাত্র ১৮ বছর ২৭৮ দিন বয়সে গত বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৯২ বলে ৮৬ রানের ইনিংস খেলেন।
এর আগে ১৯৯২ সালের বিশ্বকাপে ১৮ বছর ৩১৮ দিন বয়সে জিম্বাবুয়ের বিপক্ষে ৮১ রানের ইনিংস খেলেছিলেন শচীন।
বৃহস্পতিবার ইংল্যান্ডের হ্যাডিংলি লিডসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিশ্বকাপের শেষ ম্যাচ খেলতে নেমে অসাধারণ ব্যাটিং করেন আফগান তরুণ ব্যাটসম্যান ইকরাম আলিখিল। কেমার রোচ, জেসন হোল্ডার, শেলডন কটরিল, ওশান থমাসদের গতিকে কাজে লাগিয়ে ৯৩ বলে আটটি বাউন্ডারিতে ৮৬ রানের ইনিংস খেলেন ইকরাম।
আর এই রান করার মধ্য দিয়ে উইকেটকিপার ব্যাটসম্যান হিসেবে ফিফটির ইতিহাস গড়েছেন ইকরাম আলিখিল। এর আগে ওয়ানডে ক্রিকেটে (১৯ বছর ২৪৬দিন) সবচেয়ে কম বয়সী উইকেটকিপার ব্যাটসম্যান হিসিবে ফিফটি করেছিলেন বাংলাদেশ দলের নির্ভরযোগ্য ব্যাটসম্যান মুশফিকুর রহিম।
Leave a reply