ভারতের ছত্তিশগড়ে পুলিশী অভিযানে প্রাণ হারিয়েছে কালো তালিকাভুক্ত ৪ মাওবাদী। শনিবার (০৬ জুলাই) গোলাগুলির পর উদ্ধার হয় ৭টি অবৈধ অস্ত্র।
ধামতারি এলাকার জঙ্গলে মাওবাদীরা আত্মগোপনে রয়েছে- এ খবর পেয়েই পুলিশের বিশেষ টাস্কফোর্স চালায় অভিযান। উভয়পক্ষের ব্যাপক গুলি বিনিময়ে ৩ নারী সদস্যসহ প্রাণ হারায় চারজন।
এদের মধ্যে, দু’জনকে ধরিয়ে দিতে পারলে ৫ লাখ রূপি করে পুরস্কার ঘোষণা করেছিলো সরকার।
মাত্র একদিন আগেই, বিজপুর জেলায় দলটির হামলায় প্রাণ হারান সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের ৩ সদস্য ও একজন বেসামরিক নাগরিক।
গত ছয় মাসে শুধু ছত্তিশগড়েই মাওবাদীদের বিরুদ্ধে অর্ধ-শতাধিক অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। যাতে ৩৪ মাওবাদী এবং ১৫ পুলিশ সদস্য প্রাণ হারায়।
Leave a reply