হাফিজের অদ্ভুত ফুলটস নিয়ে আইসিসির ব্যঙ্গ!

|

১১ পয়েন্ট নিয়েও বিশ্বকাপ থেকে ছিটকে গেছে পাকিস্তান। অথচ সমান পয়েন্ট নিয়েই সেমিফাইনালে উঠেছে নিউজিল্যান্ড। স্বাভাবিকভাবেই পাক সমর্থকদের মন খারাপ।

কাটা ঘায়ে আবার নুনের ছিটা। ছোট্ট একটা ব্যাপার নিয়ে মজা করতে ছাড়ল না আইসিসি। ফলে পাকিস্তানি সমর্থকদের ক্ষোভ প্রকাশ করাটাও যুক্তিসঙ্গত।

নিজেদের সবশেষ ম্যাচে বাংলাদেশকে হারিয়ে সান্ত্বনার জয় পেয়েছে পাকিস্তান। মাথা ঠাণ্ডা রাখার পুরস্কারও এটি। পাঁচে থেকে বিশ্বকাপ অভিযান শেষ করেছে তারা।

তবে সেই ম্যাচে মোহাম্মদ হাফিজের অদ্ভুত ফুলটস নিয়ে ক্রিকেট মহলে জোর আলোচনা চলছেই। পাক স্পিনারের হাত ফসকে যাওয়া সেই ডেলিভারি নিয়ে মজায় মেতেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। তাদের সুরে সুর মিলিয়ে হাসি-ঠাট্টা, মশকরায় মেতেছেন নেটিজেনরাও।

এবারের বিশ্বকাপটা খুব একটা ভালো যায়নি হাফিজের। এর মধ্যে আইসিসির কৌতুক। ওই ওভারে নতুন বল গ্রিপ করতে সমস্যা হয়েছিল তার। ফলে ডেলিভারির সময় হাত ফসকে বেরিয়ে যায় বল।

লোপ্পা ফুলটস হয়ে সেটি পৌঁছায় বাংলাদেশ ওপেনার সৌম্য সরকারের কাছে। অবশ্য সুযোগের সদ্ব্যবহার করতে ভুল করেননি তিনি। কিছুটা এগিয়ে এসে সেই ডেলিভারি সজোরে খেলেন বাঁহাতি ওপেনার। বল গড়িয়ে চলে যায় সীমানার বাইরে।

সোশ্যাল মিডিয়ার কল্যাণে হাফিজের সেই ফুলটসের ভিডিও মুহূর্তে ভাইরাল হয়ে যায়। সেটি নিয়েই তামাশায় মেতে উঠেছে আইসিসি। তাতে নাম লিখিয়েছেন বহুজন।

এটি নিজেদের টুইটার অ্যাকাউন্টে পোস্ট করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক নিয়ে তার মনে বিন্দুমাত্র কালাতিপাত নেই।

তবে দেশের ক্রিকেটারকে নিয়ে আইসিসির এই মজা সুদৃষ্টিতে দেখছেন না পাকিস্তানিরা। ক্রিকেটের অভিভাবক সংস্থাকে অপেশাদার, অসহিষ্ণু বলছেন তারা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply