জিরো পয়েন্ট থেকে স্থানান্তর হচ্ছে জিপিও ভবন

|

রাজধানীর জিরো পয়েন্ট থেকে, জেনারেল পোস্ট অফিস-জিপিও, ভবন আগারগাও-এ স্থানান্তর করা হবে। স্থানটি সবুজায়ন করে খোলা মাঠ তৈরির নির্দেশ দিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একেনেক সভায় তিনি বলেন, ভবিষ্যতে বায়তুল মোকাররম মসজিদের কাজে, এই স্থান ব্যবহার করা হবে।

পরিকল্পনামন্ত্রী জানান, একনেক সভায় ১৩টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। এসব প্রকল্প বাস্তবায়নে খরচ হবে সাত হাজার ৭৪৪ কোটি টাকা।

পরিকল্পনা মন্ত্রী বলেন, সড়ক দুর্ঘটনা রোধে স্থানীয় যানবাহনের জন্য, আলাদা লেন নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে ঢাকা-উথুলী-পাটুরিয়া জাতীয় মহাসড়ক প্রশস্ত করা হবে। আমিনবাজার থেকে পাটুরিয়া ঘাট পর্যন্ত বিভিন্ন বাসস্ট্যান্ড এলাকায় সার্ভিস লেন ও বাস-বে নির্মাণের উদ্যোগ নেবে, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। বগুড়া-নাটোর জাতীয় মহাসড়ক এবং ২টি জেলা মহাসড়কের মানোন্নয়নে থাকছে আলাদা প্রকল্প।

তিনি বলেন, মহাসড়কের পাশে সরকার জায়গা নির্ধারণ করে দেবে। এসব স্থানে উদ্যোক্তারা, ফিলিং স্টেশন বা রেস্টুরেন্ট তৈরি করবেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply