রাজধানীর ফার্মেসি ও খাবারের দোকানে অভিযান

|

রাজধানীর অলি গলির ফার্মেসি ও খাবারের দোকানগুলোতে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। দুপুরে কারওয়ানবাজার, গ্রীণ রোডে চলা অভিযানে ভেজাল ওষুধ ও খাবার বিক্রির অভিযোগে কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। এদিকে, সার্ক ফোয়ারা থেকে পান্থপথ পর্যন্ত ফুটপাতের অবৈধ দোকানপাট উচ্ছেদ করে দক্ষিণ সিটি করপোরেশের ভ্রাম্যমাণ আদালত।

রাজধানীর অলি-গলিতে থাকা দোকানগুলোতে ভেজাল বিরোধী অভিযান শুরু করেছে ভোক্তা অধিকারের সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার রাজধানীর কারওয়ানবাজার এলাকায় বেশ কয়েকটি ফার্মেসির দোকানে অভিযান চালায়। এসময় মেয়াদ উর্ত্তীণ ওষুধ বিক্রির অভিযোগে জরিমানা করেন ভোক্তা অধিকারের কর্মকর্তারা।

একে একে অভিযান চালানো হয় মিষ্টির দোকান ফুলকলি ও বিক্রমপুরে। এসব দোকানে পচা দই পাওয়া যাওয়ায় লক্ষাধিক টাকা জরিমানা করা হয়।

অভিযান থেকে বাদ যায়নি অলি গলির খাবারের হোটেলগুলোও। অপরিচ্ছন্ন পরিবেশসহ নানা অভিযোগে এখানেও জরিমানা করা হয়।

এদিকে, রাজধানীর কারওয়ানবাজার মোড় থেকে পন্থপথ পর্যন্ত দখলে থাকা ফুটপাত উদ্ধারে অভিযান চালায় দক্ষিণ সিটি করপোরেশনের মোবাইল কোর্ট। এসময় ফুটপাতে থাকা ভাসমান দোকানগুলো উচ্ছেদ করা হয়।

নগরবাসির হাটার পথ স্বাভাবিক রাখতে এ অভিযান চলবে বলে জানিয়েছে সিটি করপোরেশন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply