ইক্যুইটি সেলস ও ট্রেডিং খাতে নিয়োজিত ১৮ হাজার কর্মীর ছাঁটাই সোমবার থেকে শুরু করেছে ডয়েচে ব্যাংক।
রোববার এক ঘোষণায় ব্যাংক কর্তৃপক্ষ জানায়, ব্যাংকটির লন্ডন, নিউইয়র্ক ও টোকিও শাখার কর্মীদের চাকরি থাকছে না।
এদিন লন্ডনের বহু কর্মীর ব্যাংকে প্রবেশাধিকার বাতিল করা হয়। কাজে যাওয়া থেকে বিরত থাকেন অনেকেই। ব্যাংকটির এক মুখপাত্র জানান, নিজেদের ব্যবসাকে নতুন করে ঢেলে সাজাতেই এ ছাঁটাই।
সোমবার শেয়ারবাজারে ব্যাংকটি ৫ শতাংশ দরপতনের সম্মুখীন হয়েছে। চাকরি ছাঁটাইয়ের খবরে চমকে গেছেন অনেক বিনিয়োগকারীই।
ডয়েচে ব্যাংক জানায়, ২০২২ সালের মধ্যে বিশ্বজুড়ে তাদের কর্মীর সংখ্যা ৭৪ হাজারে নামিয়ে আনবে তারা। এতে লোকসান হবে ৮৩০ কোটি ডলার। খবর বিবিসি
Leave a reply