অনয়িম-দুর্নীতির অভিযোগে চেয়ারম্যানের বিরুদ্ধে ৯ ইউপি সদস্যের অনাস্থা

|

পটুয়াখালী প্রতিনিধি

বিভিন্ন অনিয়ম-দুর্নীতি, স্বেচ্ছাচারিতা, একক আধিপত্যসহ নানা অভিযোগ এনে পটুয়াখালীর দশমিনা উপজেলার রনগোপালদি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এটিএম আসাদুল হক নাসিরে বিরুদ্ধে অনাস্থা এনেছে দুইজন নারীসহ ওই ইউনিয়নের নয়জন ইউপি সদস্য। আজ দুপুরে পটুয়াখালী প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ অনাস্থার কথা জানান নয়জন ইউপি সদস্য।

লিখিত বক্তব্যে ইউপি সদস্যরা চেয়ারম্যান নাসিরের বিরুদ্ধে সুনির্দিষ্ট ৯টি অভিযোগ তুলে ধরেন। তারা বলেন, চেয়ারম্যান নাসিরের এসব অভিযোগের প্রেক্ষিতে গত ২২জুলাই মিটিং ডেকে অনাস্থা প্রস্তাব এনে লিখিতভাবে উপজেলা নির্বাহি অফিসারসহ সংশ্লিষ্ট সকলকে লিখিতভাবে জানানো হয়েছে।

ইউপি সদস্যরা জানান, জেলেদের জন্য বরাদ্দকৃত চাল, বয়স্কভাতা বিধবা ভাতা, ৪০ দিনের কর্মসূচি, টিউবয়েল স্থাপনসহ সব ধরনের কার্যক্রমে চেয়ারম্যান নাসিরকে ঘুষ প্রদান করতে হয়। এছাড়া নিজের ইচ্ছা স্বাধীনমত সব ধরনের ভাতা প্রদানে একক আধিপাত্য বিস্তার করায় সাধারণ জনগনের কাছে নির্বাচিত ইউপি সদস্য হিসাবে তাদেরকে হেনস্থা হতে হয়। এসব কারণে ৯জন ইউপি সদস্য মিলে চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছেন।

এদিকে অভিযুক্ত চেয়ারম্যান নাসির হোসেন জানান, তার বিরুদ্ধে আনীত সকল অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply