ছয় দিন ধরে টানা বৃষ্টিতে বিপর্যস্ত বন্দর নগরী চট্টগ্রাম। বৃহস্পতিবার ভোর ছয়টা পর্যন্ত গেলো ২৪ ঘণ্টায় ১৪৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস।
বৃষ্টির মাত্রা না কমায় জলাবদ্ধতায় দুর্ভোগে পড়েছে নগরবাসীর। ভোর রাত থেকে বৃষ্টিতে ডুবে যায় বেশ কিছু নিম্নাঞ্চল ও সড়ক। বাকলিয়া, হালিশহর, মুরাদপুর ও ষোলশহর এলাকা হাঁটু থেকে কোমর পানিতে তলিয়ে যায়। এসময় সড়কে পানি উঠায় দুর্ভোগে পড়েন কর্মস্থলগামী মানুষ ও শিক্ষার্থীরা।
সড়কে যানবাহনের সংখ্যাও কমে যায়। তবে সকাল সাড়ে আটটায় ভাটার কারণে আবারো পানি কমতে শুরু করে। এদিকে ভারি বৃষ্টিতে তিন পার্বত্য জেলা ও কক্সবাজারের সাথে সড়ক যোগাযোগও ব্যাহত হচ্ছে। তিন নম্বর সতর্ক সংকেতের কারণে সাগর উত্তাল থাকায় ছয় দিন ধরে বন্ধ রয়েছে চট্টগ্রাম বন্দরের বর্হিনোঙ্গরের কার্যক্রম। খোলা পণ্য নিয়ে খালাসের অপেক্ষায় প্রায় ৫৫ টি বিদেশি জাহাজ। আগামী দুই দিনও ভারি বৃষ্টির পূর্ভাবাস দিয়েছে আবহাওয়া অফিস।
Leave a reply