কাশ্মীর নিয়ে ভারতকে আল কায়েদার হুমকি

|

ভারতের বিরুদ্ধে সংঘবদ্ধ আক্রমণ চালানোর বার্তা দিলেন, নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আল-কায়েদা প্রধান আইমান আল-জাওয়াহিরি।

কাশ্মিরের বিচ্ছিন্নতাবাদীদের ‘মুজাহিদিন’ আখ্যা দিয়ে আহ্বান জানান, ভারত সরকার ও সেনাবাহিনীর স্তম্ভ নাড়িয়ে দিতে। নয়াদিল্লি বলছে- ভারতে সন্ত্রাসবিরোধী অভিযানের সাফল্যে শঙ্কিত হয়ে জাওয়াহিরির এ আত্মপ্রকাশ পাকিস্তানের ষড়যন্ত্রের অংশ মাত্র।

২০১৪ সালে ভারতে পৃথক শাখা প্রতিষ্ঠার ঘোষণা দেয় নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন আল-কায়েদা। যদিও ভারতীয় উপমহাদেশে এর বিস্তার ঘটে আরও আগে। জম্মু-কাশ্মিরসহ ভারতের বিভিন্ন অঞ্চলে সন্ত্রাসী তৎপরতার জন্য আল-কায়েদাকেই দায়ী করে থাকে ভারতীয় গোয়েন্দারা। এবার ভিডিও বার্তায় সরাসরি ভারতে হামলার ডাক দিলেন সংগঠনটির প্রধান আইমান আল-জাওয়াহিরি।

‘ডোন্ট ফরগেট কাশ্মির’ নামের ১৪ মিনিটের ভিডিওতে জাওয়াহিরি বলেন, কাশ্মিরের স্বাধীনতাকামীদের পাকিস্তানের ফাঁদে পা দিলে হবে না।

জাওয়াহিরির ভাষণে তোলপাড় ভারতের রাজনীতি। যদিও বিতর্কে কান না দিয়ে ক্ষমতাসীন বিজেপি’র দাবি- সরকারের সন্ত্রাসবিরোধী তৎপরতার সাফল্যে শঙ্কিত হয়ে হঠাৎ জাওয়াহিরির এ আত্মপ্রকাশ।

আল-কায়েদা, আইএসের মতো জঙ্গি সংগঠনের অংশ স্বাধীনতাপন্থি কাশ্মিরি তরুণরা, উঠেছে এমন অভিযোগও। তবে কাশ্মিরের রাজনৈতিক ও সামাজিক কর্মীরা এর তীব্র বিরোধিতা করেছেন।

ভারতীয় গোয়েন্দাদের দাবি- কাশ্মির সীমান্তে লড়াইয়ে কৌশলগত সাফল্য পেতে জাওয়াহিরির বার্তা পাকিস্তানী গোয়েন্দা সংস্থা আইএসআই’র অপচেষ্টারই অংশ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply