সুনামগঞ্জ প্রতিনিধি
পাহাড়ি ঢল ও টানা বর্ষণে সুনামগঞ্জে সুরমা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টায় ষোলঘর পয়েন্টে সুরমা নদীর পানি বিপদসীমার ৮৪ সে.মি, উপর দিয়ে প্রবাহিত হয়েছে। সর্বশেষ ২৪ ঘন্টায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ১৩৪ সে,মি.। সুরমার সঙ্গে কংস ও যাদুকাটার নদীর পানি বৃদ্ধি পেয়েছে।
ঢলের পানি বৃদ্ধি পাওয়ায় সুনামগঞ্জ সঙ্গে বিশ্বম্ভরপুর ও তাহিরপুর উপজেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এই দুটি উপজেলার সড়কে পানি উঠে যাওয়ায় যান চলাচল বন্ধ রয়েছে।
এদিকে সুনামগঞ্জ সদর, তাহিরপুর, বিশ্বম্ভরপুর, দোয়ারাবাজার উপজেলায় প্রায় দেড় শতাধিক গ্রামের মানুষ পানি বন্দী হয়ে পড়েছে। চরম দুর্ভোগে পড়েছেন প্রায় লক্ষাধিকের উপরে মানুষ। এসব এলাকায় খাবার পানিও খাদ্য সংকট দেখা দিয়েছে। স্থানীয়ভাবে দুর্গত মানুষদের সাহায্য করা হচ্ছে।
পানি উন্নয় বোর্ড জানিয়েছেন, আগামী তিন দিন সুনামগঞ্জে বৃষ্টিপাত অব্যাহত থাকবে।
Leave a reply