পটুয়াখালী প্রতিনিধিঃ
পটুয়াখালী সদর উপজেলার গেরাখালী গ্রামে চোর সন্দেহে দাদন মিয়া নামের একজন স্থানীয়দের গণপিটুনিতে মারা গেছে। তার লাশ পোস্টমর্টেমের জন্য পটুয়াখালীর ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। শুক্রবার ভোর রাতে সদর উপজেলার মাদারবুনিয়া ইউনিয়নের গ্যারাখালী গ্রামে এ ঘটনা ঘটে।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমান যমুনা নিউজকে জানান, গত রাত আড়াইটার দিকে ওই গ্রামক্খোলেক মৃধার বাড়ীতে চুরি করতে প্রবেশ করে দাদন মিয়া নামের মানষিক ভারসাম্যহীন এক লোক। পরে বাড়ির লোকজন টের পেয়ে চিৎকার দেয়। এসময় পাশের বাড়ির লোকজনসহ স্থানীয়রা এসে দাদনকে আটক করে গণধোলাই দেয়। পরে স্থানীয় ইউপি সদস্য সেখানকার গ্রাম পুলিশ আলতাপকে ফোন দিলে সে সদর থানা পুলিশকে খবর দেয়। পরে সদর থানা পুলিশ গিয়ে গুরুতর আহত অবস্থায় দাদনকে পটুয়াখালীর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে আসার পর দায়িত্বরত চিকিৎসক দাদনকে মৃত ঘোষণা করেন। মৃত্যু দাদন মিয়ার বাড়ী মাদারিপুর জেলার শিবচর এলাকায়।
অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমান আরো জানান, এ ঘটনার পর দাদনের পরিবারের সদস্যদের সাথে তিনি মোবাইল ফোনে যোগাযোগ করেছে। তখন তাকে জানানো হয়েছে যে, ” দাদন দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভূগছিল। কিছুদিন আগে পরিবারের কাউকে কিছু না বলে সে মাদারিপুর থেকে নিরুদ্দেশ হয়। এঘটনা স্থানীয় থানা পুলিশকেও অবহিত করা হয়নি। তিনি বলেন, পরবর্তীতে যা যা করনীয় নিয়ম মোতাবেক তা করা হবে।
Leave a reply