সুদানে বিক্ষোভকারীদের ওপর বর্বরোচিত হামলার ৪০ দিন স্মরণে প্রতিবাদ-মিছিল করলো কমপক্ষে ১০ হাজার মানুষ। শনিবার (১৩ জুলাই) রাজধানীর পাশাপাশি অন্যান্য শহরের রাজপথে নামেন তারা।
অনেকেই সরকার বিরোধী আন্দোলনের কেন্দ্রস্থল হিসেবে পরিচিত রাজধানীর সিতেন সড়কে মোমবাতি প্রজ্জ্বলন করেন। পাশের শহর বুরিতেও হয় পদযাত্রা।
গত ০৩ জুন খার্তুমে বিক্ষোভকারীদের ওপর এলোপাতাড়ি গুলি ছোঁড়া হয়। যাতে প্রাণ হারান ১২৮ জন।
ক্ষুব্ধ সুদানিদের অভিযোগ- অনেকে এখনও নিখোঁজ। গোপনে হত্যা করে নীলনদে মরদেহ ফেলে দেয়া হয়েছে- এমন দাবি আন্দোলনকারীদের।
যদিও, দেশটির সামরিক পরিষদ সবধরণের অভিযোগ অস্বীকার করেছে।
চলতি মাসেই সার্বভৌম সরকার গঠনের ব্যপারে সম্মত হয় দেশটির বেসামরিক দলগুলো ও সামরিক পরিষদ। শর্ত অনুসারে, গণতান্ত্রিক সরকার ব্যবস্থা গঠনের আগে সাড়ে ৩ বছর ক্ষমতা বণ্টনের মাধ্যমে সুদান শাসন করা হবে।
Leave a reply