উইম্বলডন টেনিসে নারী এককের শিরোপা জিতে নিয়েছেন রোমানিয়ার সিমোনা হালেপ। ফাইনালে যুক্তরাষ্ট্রের সেরেনা উইলিয়ামসকে হারিয়ে প্রথমবারের মতো উইম্বলডনের শিরোপা জেতেন সাবেক এই ওয়ার্ল্ড নাম্বার ওয়ান।
প্রথম রোমানিয়ান হিসেবে বিজয় মুকুট পরে ইতিহাস গড়লেন হালেপ।
অল ইংল্যান্ড ক্লাবের সেন্টার কোর্টে ম্যাচের শুরু থেকেই দাপট দেখিয়েছেন তিনি। তার সামনে কোনো প্রতিরোধই গড়তে পারেননি ২৩ গ্র্যান্ড স্ল্যামজয়ী সেরেনা। মাত্র ৫৬ মিনিটের লড়াইয়ে সাত বারের চ্যাম্পিয়ন সেরেনাকে ৬-১, ৬-২ গেমে উড়িয়ে দেন র্যাংকিংয়ের সপ্তম বাছাই হালেপ।
প্রথম সেটে ব্যর্থ হলেও দ্বিতীয় সেটে ম্যাচে ফিরতে চেষ্টা করেন সেরেনা উইলিয়ামস। কিন্তু শেষ পর্যন্ত উইম্বলডনের শিরোপা নিজের করে নেন হালেপ।
সিমেনা হালেপের দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম শিরোপা এটি। এর আগে ২০১৮ সালে ফ্রেঞ্চ ওপেন শিরোপা জিতেছিলেন হালেপ। অন্যদিকে ২৪তম গ্র্যান্ড স্ল্যাম শিরোপার রেকর্ড হাতছাড়া হলো সেরেনার।
Leave a reply