সিরিয়ায় বিমান হামলায় শিশুসহ ২২ জনের প্রাণহানি

|

সিরিয়ার ইদলিব ও হামা প্রদেশে কয়েকদফা বিমান হামলায় প্রাণ গেছে কমপক্ষে ২২ জনের। পর্যবেক্ষক সংস্থা- সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’র তথ্য অনুসারে, আহত অর্ধ-শতাধিক।

গত দু’দিন ধরে দেশটির উত্তরাঞ্চলে বিদ্রোহী অধ্যুষিত শহরগুলোয় চালানো হচ্ছে অভিযান।

উদ্ধারকর্মীদের দাবি, সবচেয়ে ক্ষতিগ্রস্ত কাফারিয়া এলাকা। সেখানে উদ্ধারকাজ চালানোর সময় আহত হন হোয়াইট হেলমেটস’র সদস্যরাও।

এছাড়া খান শাইখুন শহরেও প্রাণ হারিয়েছেন বেসামরিক মানুষ, যাদেরমধ্যে ছ’জন নারী-শিশু। হামলায় ক্ষতিগ্রস্ত হয় হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠানসহ বেসামরিক স্থাপনা।

গত সপ্তাহে জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়- চলতি বছর আসাদ সরকার ও রুশ বাহিনীর যৌথ অভিযানে প্রাণ গেছে ৫৪৪ বেসামরিক সিরীয় নাগরিকের; এদেরমাঝে ১৩০ জনই শিশু। এসব হামলায় আহত দুই হাজারের বেশি মানুষ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply