গত ৩০ মে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসে পর্দা ওঠে ক্রিকেট বিশ্বকাপের। এর আগের দিন দেশটির বিখ্যাত দ্য মলে হয় বর্ণিল উদ্বোধনী অনুষ্ঠান। প্রায় দেড় মাসের ক্রিকেটযুদ্ধ শেষে আজ রোববার (১৪ জুলাই) পর্দা নামছে দ্বাদশ আসরের।
ক্রিকেটের তীর্থভূমি লর্ডসে শিরোপার জন্য লড়বে স্বাগতিক ইংল্যান্ড ও নিউজিল্যান্ড।
ইংল্যান্ড-নিউজিল্যান্ডের মধ্যকার ফাইনালে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন।
এবারের বিশ্বকাপে শুরু থেকেই বাগড়া দিয়ে আসছে বৃষ্টি। শেষ পর্যন্ত ফাইনালও রক্ষা পেলো না। সকালে ঝিরঝির বৃষ্টি হয়েছে। ফলে লর্ডসের আউটফিল্ড ভিজে গেছে। এতে নির্ধারিত সময়ের ১৫ মিনিট দেরিতে টস হয়েছে।
এ মুহূর্তে লর্ডসের উইকেট ঢাকা রয়েছে। আউটফিল্ড ভেজা থাকায় মাঠ তৈরি করতে কিছুটা বিলম্ব হবে। এ কারণে টসের সময় পিছিয়ে দেয়া হয়েছে।
বাংলাদেশ সময় বিকাল ৩টায় তা হওয়ার কথা ছিল। তবে টস হয়েছে সোয়া ৩টায়। খেলাও শুরু হবে ১৫ মিনিট পর। পৌনে ৪টায়।
Leave a reply