মুখোমুখি সংঘর্ষের পর আটকে রইলেন ট্রাকের দুই চালক

|

বগুড়া ব্যুরো
বগুড়া-ঢাকা মহাসড়কে ট্রাক ও মিনিট্রাকের মুখোমুখি সংঘর্ষে মারাত্মক আহত হয়েছে দুই যানবাহনের চালক। দুর্ঘটনায় দুই চালকই প্রায় আধাঘণ্টা গাড়ির ভেতের চাপা পড়াবস্থায় আটকে থাকেন। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ট্রাক দুটির কিছু অংশ কেটে তাদেরকে উদ্ধার করেন।

পুলিশ জানায়, রোববার দুপুর আড়াইটার দিকে বগুড়া-ঢাকা মহাসড়কের বনানী লিচুতলা এলাকায় মুখোমুখি সংঘর্ষ ঘটে ট্রাক দুটির। এতে দুটি ট্রাকেরই সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এতে দুই ট্রাকের চালক রাজু মিয়া ও ফরিদ হোসেন আটকা পড়েন ট্রাকের ভেতরে। স্থানীয়রা তাদের বের করার চেষ্টা করে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়।

পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ট্রাক দুটির কিছু অংশ কেটে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নেন।

ট্রাক চালক রাজুর বাড়ি দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায়। তিনি পণ্যবোঝাই ট্রাকটি নিয়ে ঢাকার দিকে যাচ্ছিলেন। অপর ট্রাকচালক ফরিদের বাড়ি বগুড়া শহরের ঠনঠনিয়া এলাকায়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply