কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় ৬ষ্ট শ্রেণির এক স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণ মামলায় অভিযুক্ত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১ লক্ষ টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। আজ সকালে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক মুন্সী মো: মশিয়ার রহমান আদালতে আসামির উপস্থিতিতে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ এর ৯(১) ধারায় এই রায় ঘোষণা করেন।
অন্য একটি ধারায় একই আসামিকে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ এর ৭ ধারা মোতাবেক ১৪ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্ত আসামি জাফিরুল (৩০) ইসলাম কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থানার বলরামপুর গ্রামের মো: মোস্তফার ছেলে।
মামলার এজহার সূত্রে জানা যায়, ২০১৭ সালের ২১ জুলাই সন্ধ্যায় ইসলামী বিশ্ববিদ্যালয় থানার বলরামপুর গ্রামের ৬ষ্ট শ্রেণি পড়ুয়া ঐ স্কুলছাত্রী বাড়ির পাশে কুমার নদীতে হাঁস আনতে গেলে আসামি জাফিরুল তাকে অপহরণ করে এবং জোরপূর্বক ধর্ষণ করে। এই ঘটনায় ভুক্তভোগি ঐ শিক্ষার্থীর বাবা বাদী হয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় মামলা দায়ের করেন। থানা পুলিশ ২০১৭ সালের ১২ ডিসেম্বর আদালতে চার্জশিট জমা দেয়। দীর্ঘ শুনানিন্তে আদালত আজ এই রায় ঘোষণা করেন।
Leave a reply