নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে মোবাইল কোর্ট পরিচালনা অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া স্থগিতাদেশ ১০ অক্টোবর পর্যন্ত স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ আজ বুধবার রাষ্ট্রপক্ষের করা এক আবেদনের পরিপ্রেক্ষিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় ১০ অক্টোবর পর্যন্ত স্থগিত করেছেন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
আজকের এ স্থগিতাদেশের ফলে আগামী ১০ অক্টোবর পর্যন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় আইনগত কোনও বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। নির্বাহী ম্যাজিস্ট্রেট আইনের অনেকগুলো ধারা ফৌজদারি কার্যবিধির সাথে সাংঘর্ষিক থাকায় একে অবৈধ ঘোষণা করে রায় দেয় হাইকোর্ট।
যমুনা অনলাইন: টিএফ
Leave a reply