শুধু উৎপাদন নয় মাছ রপ্তানির ক্ষেত্রে মান বজায় রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, হাওরাঞ্চলে মাছের উৎপাদন বাড়াতে উদ্যোগ নেওয়া হয়েছে। মাছের প্রক্রিয়াজাত করণেও জোর দেয়া হয়েছে। বিভিন্ন জেলায় তৈরি করা হয়েছে, মৎস্য অবতরণ কেন্দ্র।
প্রধানমন্ত্রী বলেন, জেলেরা এখন জলমহাল ইজারা পাচ্ছেন। ফলে তাদের আয়ও বেড়ে গেছে। তিনি জানান, ক্ষুদ্র ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার।
Leave a reply