রুশ প্রতিরক্ষা ব্যবস্থা এস ফোর হান্ড্রেড এর দ্বিতীয় চালান পৌঁছেছে তুরস্কে। বৃহস্পতিবার (১৮ জুলাই) প্রতিরক্ষা ব্যবস্থাটির যন্ত্রাংশ নিয়ে আঙ্কারার বিমানবন্দরে নামে রুশ কার্গো বিমানের বহর।
রাশিয়া থেকে এস ফোর হান্ড্রেড ক্রয়ের জেরে একদিন আগেই এফ-থার্টি ফাইভ বিমান চুক্তি থেকে তুরস্ককে বাদ দেয়ার ঘোষণা দেয় ওয়াশিংটন। এরপরই আঙ্কারার সাথে এফ-থার্টি ফাইভ বিষয়ক সব ধরনের কর্মসূচি স্থগিত করে ন্যাটোভূক্ত দেশগুলো।
এর ফলে আধুনিক প্রশিক্ষণের সুযোগও পাবে না তুর্কি পাইলটরা।
তবে এখনই আঙ্কারার ওপর কোনো ধরণের নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে না হোয়াইট হাউজ। বৃহস্পতিবার এক বিবৃতিতে এ কথা জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ।
Leave a reply