বরগুনায় রিফাত শরীফ হত্যা মামলার ৩ নম্বর আসামি রিশান ফরাজীর ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। পুলিশের ৭ দিনের রিমান্ড আবেদনের শুনানি শেষে সিনিয়র চিফ জুডিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সিরাজুল ইসলাম গাজী এই আদেশ দেন।
এর আগে গতকাল দুপুরে সংবাদ সম্মেলন করে রিশান ফরাজীকে গ্রেফতারের খবর জানান পুলিশ সুপার। রিশান ফরাজী মামলার দুই নম্বর আসামি রিফাত ফরাজীর ভাই এবং নয়ন বন্ডের ঘনিষ্ঠ।
আলোচিত এই হত্যা মামলায় এ পর্যন্ত ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এজাহারভুক্ত ৪ আসামি এখনও ধরাছোঁয়ার বাইরে।
হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে ১২ জন আদালতে জবানবন্দি দিয়েছে।
Leave a reply