স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ:
গোপালগঞ্জ সদর উপজেলার শশাবাড়িয়া গ্রামে পানিতে ডুবিয়ে, পিটিয়ে ও কুপিয়ে নৃশংসভাবে জসিম শেখ (৩০) নামের এক যুবককে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ওসি জানান, জসিম শেখ ওই গ্রামের আজিজ শেখের ছেলে। সে ওই গ্রামে কয়েক বছর আগে ঘটে যাওয়া একটি হত্যা মামলার স্বাক্ষী। মামলার আসামীরা সম্প্রতি জেল থেকে বেরিয়ে এ হত্যাকাণ্ড ঘটায়।
আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে প্রতিপক্ষের ৩০-৩৫ জনের একদল লোক বাড়িতে হামলা চালিয়ে তাকে কুপিয়ে, পিটিয়ে ও পানিতে ডুবিয়ে হত্যা করে বলে জানান ওই ওসি।
Leave a reply