সারা বিশ্বে ধর্মীয় সম্প্রীতি ও সহাবস্থানের অনন্য উদাহরণ বাংলাদেশ বলে মন্তব্য করেছে ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিস। যে কোন পরিস্থিতিতে এই সম্প্রীতি ধরে রাখতে সবার প্রতি আহবান জানিয়েছেন তিনি।
বাংলাদেশ সফরের শেষ দিনে আজ শনিবার তেজগাঁওয়ে হলি রোজারিও চার্চে যান পোপ ফ্রান্সিস। সেখানে মাদার তেরেসা ভবন পরিদর্শন শেষে যাজক, সন্ন্যাসব্রতী, উৎসর্গীকৃত নর-নারী, সেমিনারিয়ান ও নবিশদের সাথে কুশল বিনিময় করেন পোপ।
পরে যাজকদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে এসব কথা বলেন তিনি। বক্তব্য শেষে তেজগাঁও কবরস্থান ও পুরাতন গির্জা পরিদর্শন করেন পোপ ফ্রান্সিস। সফরের সর্বশেষ কর্মসূচি হিসেবে আজ বিকালে নটরডেম কলেজে যুব সমাবেশে যোগ দেবেন তিনি।
বেলা পৌনে পাঁচটায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রোমের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে তার।
Leave a reply