উন্নয়নের স্বার্থে ইউরোপের সাথে রাজনৈতিক সম্পর্কের পাশাপাশি অর্থনৈতিক বিষয়গুলোতেও জোর দেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার (২০ জুলাই) বিভিন্ন দেশে নিয়োজিত ১৫ রাষ্ট্রদূত, হাইকমিশনার এবং স্থায়ী প্রতিনিধির সাথে সম্মেলনে এ কথা বলেন প্রধানমন্ত্রী। লন্ডনে আয়োজিত বৈঠকের পর এক বিবৃতিতে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান এসব কথা।
প্রধানমন্ত্রী বলেন, ইউরোপে বাংলাদেশের ভাবমূর্তি বাড়ানোর পাশাপাশি বাণিজ্যিক প্রসার এবং দেশে বিনিয়োগে ইউরোপীয় ব্যবসায়ীদের আকৃষ্ট করতে হবে। এছাড়া, কিভাবে ইউরোপীয় রাষ্ট্রগুলোতে দক্ষ জনশক্তি রফতানি করা যায় সেটাও লক্ষ্য রাখার আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, রাজনৈতিক-কূটনৈতিক বিষয়ের বাইরেও আমাদের অর্থনৈতিক বিষয়গুলোর প্রতি গুরুত্বারোপ করতে হবে।
Leave a reply