য়্যুভেন্তাস-টটেনহাম ম্যাচের অতিরিক্ত সময়ের ৪ মিনিট তখন। ২-২ গোলে নিশ্চিত ড্রয়ের পথে ম্যাচ। বলও মাঝমাঠে ঘোরাফেরা করছে। হঠাৎই য়্যুভেস্তাস ডিফেন্ডারের পা থেকে বল কেড়ে নিয়ে সামনে পাশে বাড়ান মউরা। বল যায় হ্যারি কেইনের কাছে। তা দেখে দৌড় শুরু করেছিলেন মউরা। যদি কেইন আবার বল বাড়িয়ে দেয়। কিন্তু কেইনের মনে যে ছিল অন্য কিছু। গোলবার ছেড়ে একটু বেরিয়ে এসেছিলেন য়্যুভেন্তাস গোলরক্ষক সেজনি। সুযোগসন্ধানী কেইন মাঝমাঠ থেকেই লম্বা এক শট নিলেন। য়্যুভ গোলরক্ষককে ফাঁকি দিয়ে তা চলে গেলো জালে। শেষ মুহূর্তের অবিশ্বাস্য গোলে জয় নিয়ে মাঠ ছাড়লো টটেনহাম। আর ছায়ায় ঢাকা পড়ে গেলো ক্রিস্টিয়ানো রোনালদো! স্বভাবতই ‘আপসেট’ দেখাচ্ছিল ‘সিআর সেভেন’কে ।
সিঙ্গাপুরের প্রাক মৌসুম প্রস্তুতিতে রোববার টটেনহাম হটস্পারের বিপক্ষে মাঠে নেমেছিল য়্যুভেন্তাস। হিগুয়েইন ও রোনালদোর গোলে দ্বিতীয়ার্ধে এগিয়েও গিয়েছিল তারা। যদিও প্রথমার্ধে এরিক লামেলার গোলে এগিয়ে ছিল টটেনহাম। ৬৫ মিনিটে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের নায়ক লুকাস মউরা সমতা ফেরালে ম্যাচ পেনাল্টিতে গড়াবে বলেই মনে হচ্ছিল। অন্তত অতিরিক্ত সময়ের চতুর্থ মিনিটে ফলের আশা করে কে? কিন্তু কেইন যে হিসেব পাল্টানোর কারিগর! তার আরও একবার প্রমাণ করলেন আজ।
Good to be back 😉⚽ #COYS
Posted by Harry Kane on Sunday, July 21, 2019
যমুনা অনলাইন: টিএফ
Leave a reply